শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ০৯:৫৩

শেয়ার

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা, আটক ২
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। রোববার (৩ আগস্ট ২০২৫) রাতে যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বিকেলে স্থানীয়রা যমুনা নদীতে একটি নৌকায় গরু পরিবহন করতে দেখে সন্দেহ প্রকাশ করেন। নৌকাটি পাঁচঠাকুরী এলাকায় তীরে ভিড়লে স্থানীয়রা সেটিকে ঘিরে ফেলেন। পরে নৌকায় থাকা দুই ব্যক্তির কাছে গরুর বৈধ কাগজপত্র না থাকায় এবং কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেওয়ায় তাদের ওপর সন্দেহ বাড়ে।

স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি দুজন বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি করে নদীপথে পালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা ও নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।



banner close
banner close