শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে সন্তানদের সামনেই স্ত্রীকে নির্মম হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি:

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ০৭:৩৬

আপডেট: ৪ আগস্ট, ২০২৫ ০৯:০৬

শেয়ার

টাঙ্গাইলে সন্তানদের সামনেই স্ত্রীকে নির্মম হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে শিশু সন্তানদের সামনেই স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করে র‌্যাব-১৪ এর সিপিসি-৩ টিম।

এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কাকুলিকে ছুরিকাঘাতে হত্যা করে মেহেদী। তখন ঘরের ভেতর তাদের দুই সন্তানও উপস্থিত ছিল। হত্যাকাণ্ডের পরই সে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

নিহত কাকুলি আক্তার ছিলেন একজন গৃহিণী। স্বামী মেহেদী হাসান গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তারা সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

র‌্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, ঘটনার পর মেহেদী গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার মেহেদীকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close