শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

রহনপুরে আগামীকাল থেকে বিএডিসি সার গোডাউনে পুনরায় কার্যক্রম শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ২১:২৩

শেয়ার

রহনপুরে আগামীকাল থেকে বিএডিসি সার গোডাউনে পুনরায় কার্যক্রম শুরু
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরে অবস্থিত বিএডিসি সার গোডাউনে আগামীকাল সোমবার (৪ আগস্ট) থেকে সার লোড ও আনলোড কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। বিভাগীয় দপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে রহনপুর সার গোডাউনের অভ্যন্তরে লেবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একাধিক শ্রমিক আহত হন এবং গোডাউনের পরিবেশ অস্থির হয়ে পড়ে। ফলে নিরাপত্তার স্বার্থে বিএডিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে গোডাউনের সার লোড-আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজশাহী বিভাগীয় বিএডিসি অফিসের জয়েন্ট ডিরেক্টর (জেডি) জুলফিকার আলী সরেজমিনে গোডাউন পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি সার লোড-আনলোড কার্যক্রম পুনরায় চালুর নির্দেশনা দেন। একই সঙ্গে গোডাউনের নিরাপত্তা জোরদার করতে আনসার বাহিনীকে কঠোর নির্দেশনা দেন।

জয়েন্ট ডিরেক্টর জুলফিকার আলী বলেন, “সার গোডাউনের পরিবেশ সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। এখানে মাদকসেবী বা অবৈধ প্রবেশকারীদের কোনোভাবেই ঠাঁই দেওয়া হবে না। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন রহনপুর বিএডিসি সার গোডাউনের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন, গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, আনসার ও ভিডিপি সহকারী অফিসার তপন কুমার বর্মন, ডিএসবি সদস্য আব্দুল সালাম, বিসিআইসি ডিলার, শ্রমিক প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল থেকে পুরোদমে সার বিতরণ কার্যক্রম শুরু হবে এবং শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হচ্ছে।



banner close
banner close