শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ডাম্পার উল্টে রোহিঙ্গা শ্রমিক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ২১:১২

শেয়ার

ডাম্পার উল্টে রোহিঙ্গা শ্রমিক নিহত
ছবি সংগৃহীত

টেকনাফে ডাম্পার উল্টে একজন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সৈয়দ নুর সিকদার বলেন, পালংখালী থেকে বালি ভর্তি একটি ডাম্পার টেকনাফমুখী তুলাতুলি বাঁকে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে এক রোহিঙ্গা শ্রমিক মারা যান।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক (ওসি) নুরুল আবছার বলেন, বাইতুল মামুর জামে মসজিদের সামনে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি বালুবাহী মিনি ডাম্পার (রেজি নং ১১-৮১২৮) পালংখালী হতে টেকনাফ যাওয়ার পথে দুর্ঘটনা পতিত হয়। সড়ক দূর্ঘটনায় এক রোহিঙ্গা নিহত হওয়ার সংবাদে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহত রোহিঙ্গা শ্রমিক এবাদুল্লাহ (২৫) উখিয়া ১৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ব্লকের বাসিন্দা কামাল হোসেনের পুত্র। দুর্ঘটনাস্থলে লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে মর্মে জানা যায়। তাৎক্ষনিক তাদের ঠিকানা পাওয়া যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



banner close
banner close