শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মিরসরাইয়ে মহাসড়কে বাধ্যতামূলক বেষ্টনি: দুর্ঘটনা কমলেও ভোগান্তিতে পথচারীরা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৫:৩০

শেয়ার

মিরসরাইয়ে মহাসড়কে বাধ্যতামূলক বেষ্টনি: দুর্ঘটনা কমলেও ভোগান্তিতে পথচারীরা
ছবি সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ব্যস্ততম এলাকা বারইয়ারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে মহাসড়কের দুই পাশে লোহার বেষ্টনি স্থাপন করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য হচ্ছেন পথচারীরা, যার ফলে দুর্ঘটনার হার কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পথচারীদের দীর্ঘদিনের অবহেলা ও সরাসরি রাস্তা পারাপারজনিত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের দাবিতে এই উদ্যোগ নেয় সওজ। এতে সড়ক পারাপারে অনিয়ম বন্ধ হয়ে এসেছে, বাড়ছে ফুটওভার ব্রিজ ব্যবহারের প্রবণতা—যা নিঃসন্দেহে ইতিবাচক।

তবে ভিন্ন চিত্রও রয়েছে। সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ ব্যবহারে ভোগান্তিতে পড়ছেন শিশু, বৃদ্ধ, অসুস্থ ও নারী পথচারীরা। বিশেষ করে হুইলচেয়ার, স্ট্রেচার কিংবা ভারী ব্যাগ নিয়ে পার হতে গিয়ে কেউ কেউ বিপাকে পড়ছেন। ছাউনির অভাব, পর্যাপ্ত আলোর সংকট ও নিরাপত্তাহীনতা এই দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলেছে।

বারইয়ারহাটের বাসিন্দা এমদাদ খন্দকার হৃদয় বলেন, “ব্রিজে র‌্যাম্প না থাকায় অসুস্থ ও বৃদ্ধদের পার হওয়া কষ্টকর হয়ে পড়েছে। জরুরি অবস্থায় রোগী থাকলে বিপদের আশঙ্কা আরও বেড়ে যায়।”

বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফা আক্তার বলেন, “সকালে ব্যাগ নিয়ে এত সিঁড়ি উঠতে ক্লান্ত হয়ে যাই। উপরন্তু ছাউনিও নেই, রোদ-বৃষ্টিতে ভিজতে হয়।”

এ ছাড়া অনেক ফুটওভার ব্রিজে নেই সিসিটিভি ক্যামেরা বা আলো। ফলে সন্ধ্যার পর নারী পথচারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। অভিযোগ রয়েছে, ব্রিজে সন্ধ্যার পর কিছু যুবক অবস্থান করে, যা চলাচলকারী নারীদের উদ্বিগ্ন করে তোলে।

এ বিষয়ে বারইয়ারহাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, “বারইয়ারহাটে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণের দাবিটি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। স্থানীয়দের দেওয়া স্মারকলিপিও যথাযথভাবে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ফুটওভার ব্রিজগুলোতে আলোর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।”

সওজের চট্টগ্রাম উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ ফারহান বলেন, “চট্টগ্রাম মহাসড়কের ১০ লেন প্রকল্পের আওতায় বারইয়ারহাটে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন একটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব হেড অফিসে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জনগণের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।”

উল্লেখ্য, গত ২৩ জুন বারইয়ারহাট পৌরবাজার উন্নয়ন কমিটি ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে আন্ডারপাস নির্মাণের দাবি ওঠে। স্থানীয় বাসিন্দারাও এতে সমর্থন জানান।



banner close
banner close