শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কুমিল্লায় মসজিদে ঢুকে নামাজরত যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি:

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৩:৪৩

শেয়ার

কুমিল্লায় মসজিদে ঢুকে নামাজরত যুবককে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা
ছবি সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজ পড়ার সময় সায়মন (২৮) নামের মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছেন সুমন (২৬) নামে এক যুবক। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক রবিবার (৩ আগস্ট) সকালে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। তাকে আহত অবস্থায় মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে সায়মন চিকিৎসাধীন বলে পরিবার জানায়।

আহতের ভাই সজীব জানান, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন তার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইলফোন মেরামত করান। পরে টাকা না দিয়েই মোবাইলটি নিয়ে যেতে চাইলে সায়মন টাকা পরিশোধের অনুরোধ করেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেন। শনিবার রাতে নামাজ পড়ার সময়ই সে পিছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি)আজিজুল হক প্রতিবেদককে জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় হাই স্কুল মসজিদের ভেতর এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতের ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।



banner close
banner close