শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫ ১৩:২১

আপডেট: ৩ আগস্ট, ২০২৫ ১৭:০৯

শেয়ার

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় পানির মোটরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলি (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট ২০২৫) সকাল ১০ টার দিকে ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শওকত আলি স্থানীয় ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সকালে শওকত আলি নিজ জমিতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে হাত লেগে তীব্র শকে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের কৃষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, শওকত আলি জীবিকার জন্য কৃষিকাজের পাশাপাশি মোটর দিয়ে জমিতে সেচ প্রদান করতেন । হঠাৎ এই মৃত্যুর ঘটনায় তারা ভীষণভাবে ভেঙে পড়েছেন।

এদিকে, এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই মনে করছেন, গ্রামীণ এলাকায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা বিদ্যুতের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।



banner close
banner close