গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রােববার সকালে গাজীপুরা-সাতাইশ রোডের খরতৈল এলাকায়। খবর পেয়ে পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, রোববার সকাল সাড়ে ৬টার দিকে খরতৈল এলাকার মিথিলা এন্টারপ্রাইজের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী । এসময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরতর আহত হন। পরে পথচারিরা তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








