পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় উপজেলা এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় একটি ধানখেতে দৌড়ে গিয়ে নিয়ে কোনোমতে প্রাণে রক্ষা পান তিনি। শনিবার দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সম্প্রতি ২০২০-২১ অর্থবছরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ধনিপাড়া এলাকায় এক কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করে এমআর ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। শনিবার দুপুরে সড়কটির কার্পেটিং এর কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এ সময় স্থানীয় এক যুবক সড়কের কাজের মান দেখতে যান। পরে কয়েকজন সড়কের কার্পেটিংয়ে হাত দিলে খুলে আসতে শুরু করে। অনিয়মের অভিযোগে তারা সড়কের কাজ বন্ধ করে দেন।
একপর্যায়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের প্রশ্নে জাহিদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, ‘সড়ক নির্মাণে কোনো অনিয়ম হচ্ছে না। নিয়ম মেনে সড়কের কাজ করা হচ্ছে।’ এ কথা বলতেই এক যুবক জাহিদুলকে মারধর শুরু করেন। আত্মরক্ষায় তিনি পাশের একটি ধান ক্ষেতে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তার পিছু নিয়ে ওই যুবক মাররতে থাকেন। তিনি কোনোমতে পালিয়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
মারধর করা মাসুদ বলেন, ‘কাঁদা ও ধুলো-ময়লার ওপরেই কাজ করা হচ্ছে। এর প্রতিবাদ করলে উল্টো আমাকেই হুমকি দেওয়া হয়। তখন আমরা কয়েকজন এক হয়ে কাজ বন্ধ করে দেই।’
মারধরের শিকার জাহিদুল ইসলাম বলেন, ‘আমি কাজ তদারকি করতে গিয়েছিলাম। সাংবাদিকদের বলেছিলাম, কাজে কোনো অনিয়ম নেই। তখনই আমাকে মারধর করে। আমি পালিয়ে আত্মরক্ষা করেছি।’
পঞ্চগড় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, ‘রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পেয়েছি। স্থানীয়রা কাজ বন্ধ করেছেন বলেও শুনেছি। তবে কাউকে মারধর করা হয়েছে বলে জানা নেই।’ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন:








