দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে। পরে তাদের রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার বিকেলে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক বিষয়টি নিশ্চি করেছেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে রানীশংকৈল উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল রানীশংকৈল উপজেলায় মাদ্রাসা মোড় স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় রাজু মিয়া এবং আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি ট্রাকচালকের কাছে চাঁদা আদায় করছিল।
এ সময় রশিদসহ চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার হয় ওই দু'জনকে। পরবর্তিতে তাদেরকে রানীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ আরো জানায়, তারা বেশ কিছুদিন ধরেই চাঁদাবাজি করে আসছিলো। সেনাবাহিনীর যৌথ অভিযানের পরে এলাকাবাসী অনেকটা স্বস্তি ফিরেছে। চাদাবাজির বিরুদ্ধে আগামিতেও সেনাবাহিনীর এমন যৌথ অভিযান চলমান থাকবে বলে জানান তারা।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন:








