শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে দু’টি মৃতদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ২০:২০

শেয়ার

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে দু’টি মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে দু’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২ আগস্ট) বেলা ৩টার দিকে স্থানীয়রা চাঁপাইনবাবগঞ্জ বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপিতে এসে জানায়, চৌধুরী স্মরণ এলাকায় পদ্মা নদীতে দু’টি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে।

সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দু’টি দেখতে পায়। স্থানীয়রা মৃত ব্যক্তিদের শনাক্ত করে। তারা হলেন মোঃ শফিকুল (৪৫), পিতা সিরাজুল এবং মোঃ সেলিম (৩৫), পিতা মৃত মর্তুজা। উভয়েই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তারাপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে তারা মৃতদেহ দু’টি উদ্ধার করে নিয়ে যায়। বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশ বাংলা এডিশনকে জানান,”এখনো পর্যন্ত মৃত ব্যক্তিদের পরিবার আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ বা অভিযোগ করে নি।

মৃতদেহ দু’টি কীভাবে নদীতে ভেসে এলো, তা এখনো উদঘাটন করা যায় নি। তবে পুলিশ বলছে, আমরা বিষয়টি তদন্ত করে আসল কারণ বের করার চেষ্টা করছি।



banner close
banner close