শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

মাদারীপুরে ভুয়া ইসি স্টিকারযুক্ত গাড়ি ও বিয়ারসহ ১ ব্যক্তি আটক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৮:৪০

শেয়ার

মাদারীপুরে ভুয়া ইসি স্টিকারযুক্ত গাড়ি ও বিয়ারসহ ১ ব্যক্তি আটক
ছবি সংগৃহীত

মাদারীপুরের রাজৈর উপজেলায় জাতীয় নির্বাচন কমিশনের (ইসি) ভুয়া স্টিকার লাগানো একটি মাইক্রোবাসসহ মনিরুজ্জামান (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গাড়িটি থেকে ৮ ক্যান বিয়ার (আলকোহলযুক্ত পানীয়) উদ্ধার করা হয়।

শুক্রবার (১ আগস্ট) গভীর রাতে রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী এলাকার তালপট্টি তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। শনিবার (২ আগস্ট) দুপুরে তার বিরুদ্ধে মাদক ও প্রতারণার অভিযোগে মামলা দিয়ে রাজৈর থানা পুলিশ আদালতে পাঠায়।

আটক মনিরুজ্জামান মাদারীপুর জেলার শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে নিয়মিত অভিযানের সময় রাজৈর থানা পুলিশের একটি দল একটি সন্দেহভাজন মাইক্রোবাস থামায়। গাড়িটির গায়ে জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের স্টিকার লাগানো ছিল, যা দেখে পুলিশের সন্দেহ আরও গাঢ় হয়। পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয় এবং চালক মনিরুজ্জামানকে আটক করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ বলেন, “বাংলাদেশ নির্বাচন কমিশনের ভুয়া স্টিকার লাগানো একটি মাইক্রোবাসসহ একজনকে আটক করা হয়েছে। তার গাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”



banner close
banner close