পাবনার চাটমোহর উপজেলার জারদিস মোড় থেকে হান্ডিয়াল পর্যন্ত ১৪ কিলোমিটার আঞ্চলিক সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়কের নয়টি পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেতনায় হান্ডিয়াল’। কর্মসূচিতে তিনটি ইউনিয়নের সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিসহ বিপুল সংখ্যক নাগরিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জারদিস মোড় থেকে হান্ডিয়াল হয়ে বাঘলবাড়ি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। বৃষ্টির পানিতে এসব গর্তে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। এই সড়কই ঢাকা ও উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ হওয়ায় প্রতিদিন প্রচুর মানুষ ও যানবাহন চলাচল করে। অথচ গত পাঁচ বছরেও সড়কটির সংস্কার হয়নি। মাঝপথে সংস্কার শুরু করেও একাধিকবার ঠিকাদার কাজ ছেড়ে চলে গেছে। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা; অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির শেষ নেই।
বক্তারা বলেন, এক মাসের মধ্যে সড়কের পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
চেতনায় হান্ডিয়াল-এর আহ্বায়ক কেএম বেলাল হোসেন স্বপনের সভাপতিত্বে এবং সরকারি কলেজের অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন—পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হাসানুল ইসলাম রাজা, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, মানববন্ধন আয়োজক উপকমিটির আহ্বায়ক শহিদুল ইসলামসহ আরও অনেকে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পাবনা নির্বাহী প্রকৌশলী এম আজিজ বলেন, “পুরোনো ঠিকাদার নির্ধারিত সময়মতো কাজ না করায় তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তাকে বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে সড়কের কিছু প্রাথমিক মেরামতকাজ শুরু হয়েছে। জনদুর্ভোগ লাঘবে আমরা আন্তরিকভাবে কাজ করছি।”
আরও পড়ুন:








