গাইবান্ধার পলাশবাড়ীতে সেনাবাহিনী পরিচালিত যৌথ চেকপোস্টে ১৫ বোতল ফেনসিডিল ও ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে রাইকুল ইসলাম (৪২) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
শনিবার (২ আগস্ট) বিকেলে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ি ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় তাকে গ্রেফতার করা হয়।
রাইকুল ইসলাম রংপুর নগরীর তাজহাট থানার আশরতপুর চকবাজার এলাকার আবুল হোসেনের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি টহল দল ওই এলাকায় যৌথভাবে চেকপোস্ট পরিচালনার সময় হানিফ এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-২১৬৫) তল্লাশি করে। এ সময় একটি সন্দেহভাজন লাগেজ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধার করা হয়। পরে রাইকুল ইসলামকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।'
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রাইকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








