শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সিংগাইরে ব্যাগ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৫:৪১

শেয়ার

সিংগাইরে ব্যাগ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘নিলিমা ব্যাগ মিল লিমিটেড’ নামের একটি প্লাস্টিক ও ব্যাগ তৈরির প্রতিষ্ঠানে প্রায় ৬০ থেকে ৬৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার ওই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে সিংগাইর, মানিকগঞ্জ ও হেমায়েতপুর ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই কারখানার মূল্যবান মেশিন, কাঁচামাল ও উৎপাদিত পণ্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক মো. ফাহিম জানান, “আগুনের সূত্রপাত হয় একটি আইপিএস (ইনভার্টার) থেকে। এরপর মুহূর্তের মধ্যেই আগুন পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। আমরা প্রাণে বাঁচতে যার যার মতো ফ্যাক্টরি থেকে বেরিয়ে যাই।”

নিলিমা ব্যাগ মিল লিমিটেডের মালিক আনিসুর রহমান বলেন, “আগুনে অন্তত ৬০ থেকে ৬৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি ধ্বংস হয়ে গেছি।”

মানিকগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও সেনাবাহিনীর ২০ সদস্যের একটি টিমের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, ফ্যাক্টরিতে থাকা আইপিএস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”



banner close
banner close