শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

লোহাগাড়া রিপোটার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি মেহেদী, সম্পাদক জাহেদ

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি:

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৫:৩৬

শেয়ার

লোহাগাড়া রিপোটার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি মেহেদী, সম্পাদক জাহেদ
ছবি সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন লোহাগাড়া রিপোটার্স ইউনিটি'র দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে লোহাগাড়ার মাশাবি রেস্টুরেন্টের হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে হোছাইন মেহেদী (দৈনিক সময়ের আলো ও দৈনিক কর্ণফুলী) এবং সাধারণ সম্পাদক পদে জাহেদুল ইসলাম (দৈনিক যুগান্তর) নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সহযোগী অধ্যাপক আবু তাহের। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর এবং বার আউলিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর।

নির্বাচন শেষে সকল সদস্যের সম্মতিক্রমে সংগঠনের সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। যথাক্রমে- সহ-সভাপতি মোহাম্মদ মারুফ (দৈনিক আজাদী), সাংগঠনিক সম্পাদক পদে

খলিল চৌধুরী (দৈনিক বায়ান্ন), অর্থ ও দপ্তর সম্পাদক তাজ উদ্দিন (ইনকিলাব), প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন (একুশে পত্রিকা)। কার্যনির্বাহী সদস্য এরশাদ হোছাইন (ভোরের কাগজ) মনোনীত হয়।

উল্লেখ্য, গত ১৮ জুলাই খলিল চৌধুরীকে আহবায়ক ও হোছাইন মেহেদীকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট লোহাগাড়া রিপোটার্স ইউনিটির আহবায়ক গঠন করা হয়েছিল।



banner close
banner close