হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন পুরাতন মহাসড়কে গাছ ফেলে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে সুরমা চা বাগান অংশে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ডাকাত দলের সদস্যরা সড়কে গাছ ফেলে পথ অবরোধ করে। এরপর চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাকের চালকদের আটকিয়ে তাদের কাছ থেকে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় আরও কয়েকটি যানবাহন সড়কে আটকা পড়ে।
পরিস্থিতি বুঝতে পেরে যাত্রী ও চালকেরা চিৎকার শুরু করলে খবর পেয়ে চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা এবং চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতিতে ডাকাতরা পালিয়ে গেছে। পরে রাস্তা থেকে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তারা আরও জানান, ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা তারাই গ্রহণ করবেন।
আরও পড়ুন:








