শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

গেঞ্জির কাপড়ে আগ্নেয়াস্ত্র লুকিয়ে ব্যর্থ, ডিবির অভিযানে ধরা দুই অস্ত্র ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ১৩:৫০

শেয়ার

গেঞ্জির কাপড়ে আগ্নেয়াস্ত্র লুকিয়ে ব্যর্থ, ডিবির অভিযানে ধরা দুই অস্ত্র ব্যবসায়ী
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে দুটি দেশীয় ওয়ান শাটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আফজালপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে মো. আলমগীর (২৬) এবং বেলকুচি উপজেলার শান্তারমোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. সজিব (২২)।

শনিবার (২ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার (১ আগস্ট) বিকেলে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের জামতৈল পশ্চিমপাড়া এলাকায় যাত্রীছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশনায় এবং জেলা ডিবি পুলিশের ওসি একরামুল হোসেনের নেতৃত্বে চৌকস একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোটরসাইকেলে চলাচলকারী দুই যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশিকালে তাদের প্যান্টের পেছনে গেঞ্জির কাপড়ে মোড়ানো অবস্থায় একটি করে দেশীয় ওয়ান শাটারগান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।



banner close
banner close