শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর, মায়ের কোলে ফিরলো নিখোঁজ নুসরাত ও ইসরাত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫ ০৬:৩২

আপডেট: ২ আগস্ট, ২০২৫ ০৬:৪৯

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশের পর, মায়ের কোলে ফিরলো নিখোঁজ নুসরাত ও ইসরাত
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের প্রায় ৩২ ঘন্টা পর মায়ের কোলে ফিরেছে নিখোঁজ নুসরাত আক্তার (১২) ও তাদের ছোটবোন ৫ বছর বয়সী ইসরাত আক্তার।

শুক্রবার (১ আগস্ট) রাত ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা ১ নং গ্যাস ফিল্ড মোড়ের পাশের একটি বাড়ি থেকে তাদের নিয়ে আসে পরিবার।

জানা গেছে, গত (৩১ জুলাই) বিকালে সরাইল উপজেলা'র নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে নানা বাড়ি থেকে পাশ্ববর্তী কুচনি গ্রামে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় তারা। পরবর্তীতে তাৎক্ষনিক স্বজনদের বাড়িতে ও এলাকার আশপাশের বিভিন্ন জায়গায় খুঁজাখুজির পর থানায় জিডি ও গণমাধ্যমের সহযোগিতা চায় তাদের পিতা ছবির হোসেন।

এ বিষয়ে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন সংবাদ প্রকাশ করার পর অনেকের নজর কাড়ে এবং নুসরাত ও ইসরাতের পরিবার'কে খবর দেওয়া হয়।

ঘাটুরা এলাকার স্থানীয়দের ভাষ্যমতে, ঘাটুরা এলাকায় নুসরাত ও ইসরাত ঘুরাফেরা করার সময়ে স্থানীয় অনেকে তাদের পরিচয় জানতে চায়, তবে কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাদের নিরাপত্তার স্বার্থে আশ্রয় দেয় এক মানবিক ব্যক্তি। পরবর্তীতে তাদের সহযোগিতা'য় নুসরাত ও ইসরাত মায়ের কোলে।



banner close
banner close