শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

যোগদানের ২৩ দিনের মাথায় শিবচর থানার ওসি ক্লোজড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ২৩:৩২

শেয়ার

যোগদানের ২৩ দিনের মাথায় শিবচর থানার ওসি ক্লোজড
ছবি সংগৃহীত

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে। যোগদানের মাত্র ২৩ দিনের মাথায় তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়। রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার (১ আগষ্ট) তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজড করা হয়েছে, তা জানা যায়নি। জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে বলেও জানা গেছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. নাঈমুল হাছান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানা থেকে ওসি আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে।



banner close
banner close