শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে হাইকমিশনার, নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যবসায়ীদের আহ্বান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ২২:৪৫

শেয়ার

আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে হাইকমিশনার, নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যবসায়ীদের আহ্বান
ছবি সংগৃহীত

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন। শুক্রবার (১ আগস্ট) বিকেলে তিনি আগরতলা থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বাংলাদেশে প্রবেশের পর হাইকমিশনার আখাউড়া স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন এবং ইমিগ্রেশন ও শুল্ক কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে বন্দরের সভাকক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন হাইকমিশনার। এতে ব্যবসায়ীরা ভারতের পক্ষ থেকে আরোপিত ৬টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে তারা বন্দরের অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ ও প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়ে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

ব্যবসায়ীদের এসব দাবির প্রেক্ষিতে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, “বাংলাদেশ-ভারতের পারস্পরিক বাণিজ্যিক স্বার্থকে গুরুত্ব দিয়েই এসব বিষয়ে কূটনৈতিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।” তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মতবিনিময় সভায় আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান এবং আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নিসার উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ভারত ৬টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি রেখেছে, যার ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, হাইকমিশনারের এ সফরের মধ্য দিয়ে সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।



banner close
banner close