শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী কারাগারে

শেরপুর প্রতিনিধি:

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ২১:১৫

শেয়ার

বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী কারাগারে
ছবি সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অন্তরা আক্তার আঁখি (২২) নামে এক গৃহবধূ বিষপানে মারা গেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ফুলপুর গ্রামে বিষপানের পর শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়। তার পিতা আব্দুল হাই ওই রাতেই নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শুক্রবার দুপুরে গ্রেপ্তার আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা আঁখি বিয়ে করেন শেরপুরের আলমগীর হোসেনকে। বিয়ের পর গাজীপুরে গার্মেন্টসে কাজ করলেও পরে স্বামী-স্ত্রী ফুলপুর গ্রামে চলে আসেন। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই আলমগীর স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

দেড় বছর আগে তাদের এক পুত্রসন্তান জন্ম নেয়। এরপর নির্যাতনের মাত্রা আরও বাড়ে। একপর্যায়ে আঁখিকে বাবার বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। চার দিন আগে আলমগীর আবার আঁখিকে নিজ বাড়িতে নিয়ে আসেন।

আঁখির পরিবার জানায়, বুধবার রাতে শ্বশুরবাড়ি থেকে ২০ হাজার টাকা আনতে বলেন আলমগীর। এতে আঁখি রাজি না হওয়ায় তাকে মারধর করা হয়। পরদিন দুপুরে বিষপান করেন তিনি।

আঁখির বাবা আব্দুল হাই বলেন, “মেয়ের সুখের জন্য জামাইকে অনেক টাকা দিয়েছি, এমনকি সিএনজিও কিনে দিয়েছি। অথচ সে আমার মেয়েটাকে মেরে ফেলল। আমি এর বিচার চাই।”

পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close