শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সরাইলে নিখোঁজের ২৮ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি নুসরাত ও ইসরাতের

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ২১:১০

শেয়ার

সরাইলে নিখোঁজের ২৮ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি নুসরাত ও ইসরাতের
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামের নুসরাত আক্তার (১২) ও তার ছোটবোন ৫ বছর বয়সী ইসরাত আক্তার নিখোঁজের ২৮ ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি সন্ধান। এ নিয়ে দুশ্চিন্তায় ও শঙ্কায় তার বাবা-মা ও স্বজনেরা।

পরিবারের ভাষ্যমতে গতকাল (৩১ জুলাই) বিকাল আনুমানিক ৫ টায় পাশ্ববর্তী বুড্ডা গ্রামে নানা-বাড়ি থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছে নুসরাত ও ইসরাত। তাদের পিতা'র নাম ছবির হোসেন। তিনি পেশায় রিকশাচালক।

দুই মেয়ের নিখোঁজের বিষয়ে ছবির হোসেন বলেন, আমার মেয়েরা এর আগে বহুবার তাদের নানা বাড়ি থেকে এসেছে। আমি রিকশা চালিয়ে ও আমার স্ত্রী কাজ শেষ করে রাত ৮ টার দিকে বাড়িতে আসি। পরবর্তীতে আমার শশুর বাড়িতে খোঁজ নিলে জানতে পারি আমার মেয়েরা বিকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে তারা বাড়িতে আসেনি দেখে তাৎক্ষনিক আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করি ও আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর সহযোগিতায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু এখনো সন্ধান পায়নি।

তিনি আরও বলেন, আমি নিখোঁজ হওয়ার বিষয়ে সরাইল থানায় জিডি করে এসেছি। পুলিশ এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। আমি আমার মেয়েদের অক্ষত অবস্থায় দেখতে চাই।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, এই বিষয়ে থানায় জিডি হয়েছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।



banner close
banner close