শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযান, হ্যাকিং চক্রের দুই সদস্য গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৯:০৯

শেয়ার

গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযান, হ্যাকিং চক্রের দুই সদস্য গ্রেফতার
ছবি সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ধরা পড়েছে হ্যাকিং চক্রের দুই সক্রিয় সদস্য। মোবাইল হ্যাকিং ও প্রতারণায় জড়িত থেকে দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়ে চলছিল তারা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস টিম ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৩৫) ও আব্দুর রশিদের ছেলে মুন্না (২০)।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হ্যাকিং কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ৫টি সিমকার্ড ও একটি দেশীয় অস্ত্র। পরে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গোবিন্দগঞ্জ থানার এসআই তাহসিনুর রহমান দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়। অভিযানে এসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অংশ নেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’



banner close
banner close