শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনামুখী বড় তালুকদার বাড়ি এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে জাকির সরদারের বিরুদ্ধে। রাসেল বেপারীর মালিকানাধীন ড্রেজার ব্যবহার করে এই কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে আসলাম সরদার নামের এক ব্যক্তি শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
আসলাম সরদার জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় আশপাশের একাধিক জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, “এভাবে চলতে থাকলে এলাকাটি বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। চাষযোগ্য জমিগুলো ভেঙে পড়ছে। যেগুলোতে প্রতিবছর প্রচুর ফসল উৎপাদন হতো, এখন তা হুমকির মুখে।”
তিনি আরও বলেন, “চাষাবাদই আমাদের একমাত্র জীবিকা। তাই দ্রুত অবৈধ ড্রেজারটি অপসারণ ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, “প্রশাসন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয়রা বলছেন, প্রশাসনের নজরদারি আরও জোরদার না হলে অবৈধ ড্রেজার মাফিয়াদের দৌরাত্ম্য থামবে না এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
আরও পড়ুন:








