কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামে মায়ের সাথে অভিমান করে ১৬ বছরের এক কিশোর আত্মহত্যা করেছেন। শুক্রবার (১ আগষ্ট) সকালে কিশোর ফাহিম হোসেন ইসমাইল(১৬) এর লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় এলাকাবাসী।
হেসাখাল গ্রামের স্থানীয় জনপ্রতিনিধি জানান, নিহত ফাহিম হোসেন ইসমাইল(১৬) এর বাবা ইব্রাহিম হোসেন মারা গিয়েছেন ফাহিম এর জম্মের পাঁচ মাস পূর্বে। সে সুবাধে নিহত ফাহিম জম্মের পর তার নানার বাড়িতে স্থায়ী ভাবে বসবাস করে আসছে। ফাহিমের বাবা মারা যাওয়ার পর ফাহিমের মা পান্না বেগম এর অন্যত্র বিয়ে হয়।
ফাহিমের সাথে তার মা পান্না বেগম প্রায়ই রাগ অভিমান করতো। এরই সূত্র ধরে ফাহিম হোসেন ইসমাইল শুক্রবার(১আগষ্ট) রাতে নানার বসত ঘরে সুযোগ বুঝে ঘরের বুতুরের সাথে গলায় ওড়না পেছিয়ে ফাহিম আত্মহত্যা করেন।
এদিকে, নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ(ওসি) এ,কে,এম ফজলুল হক জানান- ফাহিমের ঝুলন্ত লাশ ঘরে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে এসআই নাসিমুল হক ইমরানকে ঘটনাস্থলে পাঠাই। পুলিশ সূত্রে জানা যায়-ফাহিমের নানা মোবারক উল্লাহ ঘটনার আগের দিন হতে বাড়ি ছিল না। বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে মায়ের সাথে অভিমান করে ফাহিম হোসেন ইসমাইল আত্মহত্যার পথ বেঁচে নেন।
এসআই নাসিমুল হক ইমরান প্রতিবেদক'কে বলেন- ফাহিম নিজে ঘরের বুতুরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহত ফাহিমের শরীরের কোথাও কোন আঘাতের চিহৃ নেই। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে।
নিহত ফাহিমের মৃত্যুর ঘটনায় নাঙ্গলকোট থানায় মা পান্না বেগম বাদী হয়ে অপমৃত্যু দায়ের করেন। নিহত ফাহিম পেশায় জেলে ছিলো।
আরও পড়ুন:








