মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের পূর্ব প্রান্তের বাসুদেবপুর এলাকায় সড়কের পাশের একটি পোলট্রি দোকান থেকে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। দোকানটির নাম 'বিশ্বাস ব্রয়লার'।
স্থানীয় বাসিন্দা ও আশপাশের ব্যবসায়ীরা এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এতে শতাধিক ব্যক্তি স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, ঝিটকা বাজারের প্রবেশমুখ থেকে প্রায় ১০০ ফিট দূরে অবস্থিত বিশ্বাস ব্রয়লার দোকান থেকে প্রতিদিন শত শত মুরগি বিক্রি ও ড্রেসিং করা হয়। ড্রেসিংয়ের পর বর্জ্য ফেলা হয় দোকানের নিচের ডোবায়। ফলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে চলাফেরা ও ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশেই রয়েছে জলি সুপার মার্কেট, যার পেছনেই একাধিক পরিবার বসবাস করছে।
সরেজমিনে দেখা যায়, জলি সুপার মার্কেট সংলগ্ন নার্গিস বেগমের চায়ের দোকানের সামনেই দুর্গন্ধ সবচেয়ে বেশি। দোকানে আসা একাধিক ক্রেতা জানান, দুর্গন্ধে বসে চা খাওয়া সম্ভব হচ্ছে না।
চায়ের দোকানি নার্গিস বেগম বলেন, “আমি গরিব মানুষ। এই দোকান দিয়েই সংসার চালাই। কিন্তু পোলট্রি দোকানের দুর্গন্ধে কাস্টমার আসে না। কয়েকদিন দোকান বন্ধও রাখতে হয়েছে। বহুবার অনুরোধ করেও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি।”
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত চলছে। পরিবেশদূষণের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








