শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১৪:২৯

শেয়ার

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
প্রতিকী ছবি

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ডেমরা ইউনিয়নের গোলকাটা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো গোলকাটা গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭) এবং আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই এবং স্থানীয় ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে মাসুম ও আবির খেলনা নিয়ে খেলতে খেলতে পরিবারের অগোচরে বাড়ির পাশে বড়াল নদীর ধারে চলে যায়। কিছুক্ষণ পর আবিরকে খুঁজে না পেয়ে তার মা নদীর পাড়ে যান এবং সেখানে ছেলেদের খেলনা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে নদীতে নেমে খোঁজাখুঁজি করেও ছেলেদের না পেয়ে স্থানীয়দের খবর দেওয়া হয়।

এলাকার মোশাররফ নামে এক ব্যক্তি পরে নদীতে তল্লাশি করে দুই শিশুকে উদ্ধার করেন। দ্রুত তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close