শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ১০:২৬

শেয়ার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ওই যাত্রীবাহী বাসের পেছনে একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসের এক যাত্রীর নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতর আটকা পড়ে। এক্সপ্রেসওয়ের মাওয়া মুখীলেনে ওই যাত্রীবাহী বাসের চাকা নষ্ট হয়ে গেলে তা ঠিক করা হচ্ছিল।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে।

হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, ‘ময়মনসিংহ জেলা হতে ফরিদপুর আটরশি পীরের বাড়িতে যাচ্ছিলেন কুদ্দুস চান মিয়াসহ বেশ কয়েকজন। তাদের বহনকারী যাত্রীবাহী বাসের পেছনে বস্তা বোঝাই ট্রাক আঘাত করলে বাসযাত্রী আব্দুল কুদ্দুস চান মিয়া ঘটনাস্থলে নিহত হন। তিনি ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে।’

এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মো. আজাদ বলেন, ‘ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’



banner close
banner close