শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি:

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫ ০৭:২১

আপডেট: ১ আগস্ট, ২০২৫ ০৭:২২

শেয়ার

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এক যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রতিকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের আলী বাপের পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মুহাম্মদ হাছান (৪৫) একই ওয়ার্ডের হাদুর পাহাড় এলাকার ছৈয়দ আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস উপজেলার চুনতি এলাকা অতিক্রম করে। এ সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে চট্টগ্রামগামী সৈকত এক্সপ্রেস অতিক্রম করার কিছুক্ষণ আগেই স্থানীয়রা রেললাইনের উপর তার মরদেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন। বড়হাতিয়া শাহ্ জব্বারিয়া সড়ক থেকে ঘটনাস্থলে প্রায় ১শ মিটার দক্ষিণে। তবে হাছান সেখানে কি জন্য গেছেন এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের মরদেহ বর্তমানে তাদের বাড়িতে রয়েছে। মরদেহ দাফনের প্রস্তুতি চলছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ।



banner close
banner close