শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

কসবায় ২০৫ কেজি ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ২২:৪০

শেয়ার

কসবায় ২০৫ কেজি ভারতীয় গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০৫ কেজি (প্রায় ৫ মণ) ভারতীয় গাঁজাসহ গিয়াস উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে এক সংবাদ সম্মেলনে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন উপজেলার কায়েমপুর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাসিন্দা।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন বিকেলে গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ২০৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গিয়াস উদ্দিনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

আটক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি।



banner close
banner close