শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর শ্রমিকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ২২:০০

শেয়ার

বাঁশখালীতে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জেনারেটর শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিয়েবাড়িতে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল কাশেম (৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম আশিঘর পাড়ার বাসিন্দা এবং স্থানীয় আহমদিয়া ডেকোরেশনের শ্রমিক ছিলেন। প্রতিষ্ঠানটি টাইমবাজার এলাকার মো. হোসেনের মালিকানাধীন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়েবাড়িতে জেনারেটর চালু করে বাল্ব পরীক্ষা করার সময় অসাবধানতাবশত আবুল কাশেম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "ঘটনাস্থলে পুলিশ সুরুতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



banner close
banner close