শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

ন্যায়বিচারের দাবিতে মৌলভীবাজারে জাতীয়তাবাদী আইনজীবীদের পদযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৮:৩৪

শেয়ার

ন্যায়বিচারের দাবিতে মৌলভীবাজারে জাতীয়তাবাদী আইনজীবীদের পদযাত্রা
ছবি সংগৃহীত

বিচার বিভাগের স্বাধীনতা ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারে ‘মার্চ ফর জাস্টিস’ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এক শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১ নম্বর বার ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। এতে ফোরামের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য অংশ নেন।

পদযাত্রায় নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মৌলভীবাজার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট সুনীল কুমার দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্যসচিব অ্যাডভোকেট বকসী জোবায়ের আহমদ, পিপি অ্যাডভোকেট আব্দুর মতিন চৌধুরী, জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট তোফায়েল আহমদ, অ্যাডভোকেট আব্দুল মতলিব, অ্যাডভোকেট নিয়ামুল হক, অ্যাডভোকেট আব্দুস ছালাম (২), অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, অ্যাডভোকেট দানিয়াল আহমেদ, অ্যাডভোকেট ইজাজুল ইসলাম, অ্যাডভোকেট সায়েদ আহমেদ আদনান, অ্যাডভোকেট নাছিম আহমেদ বাপ্পি, অ্যাডভোকেট রিপন আহমেদ, অ্যাডভোকেট হোসেন বকস, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, অ্যাডভোকেট আবু নছর মোহাম্মদ মাসুদ, অ্যাডভোকেট সুবিনা আক্তার, মোস্তাকিম আহমেদসহ আরও অনেকে।

পদযাত্রা-পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “বিচার বিভাগের উপর দীর্ঘদিন ধরে রাজনৈতিক হস্তক্ষেপ ও নির্যাতনের কারণে ন্যায়বিচার আজ প্রশ্নবিদ্ধ। অতীতের অনিয়ম ও দমন-পীড়নের সঠিক বিচার দাবি করছি। ভবিষ্যতে যেন দেশে আর কোনো স্বৈরাচারী শাসনের জন্ম না হয়, সে লক্ষ্যে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

আয়োজকেরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—ন্যায়বিচার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ এবং দেশে প্রকৃত অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা।



banner close
banner close