নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) জোনাইল ইউনিয়নের কৈখোলা বিলে পরিচালিত এ অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০০টিরও বেশি জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক জানান, কিছু অসাধু ব্যক্তি কৈখোলা বিলে অবৈধভাবে মাছ ধরছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে তারা জাল ফেলে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় জালগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত জাল জনসমক্ষে কৈখোলা এলাকার একটি সড়কে এনে আগুন দিয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণ সহায়তা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
আরও পড়ুন:








