অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের হরিয়ানা রাজ্যের একটি জেলে আটক থাকা ১৫ জন বাংলাদেশী নাগরিককে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দুপুরে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলার সংলগ্ন শুন্য রেখায় বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।
ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী ও বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক। দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল নাজমুল হাসান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসফ কতৃক ফেরত পাঠানো ১৫ জন বাংলাদেশী অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলো। পরবর্তীতে দেশটির হরিয়ানা রাজ্যের নার্নোল জেলে তারা তিন মাস বন্দি ছিলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেরত আসা বাংলাদেশীদের পরিচয় নিশ্চিত হয়ে সকল কার্যক্রম শেষ করে তাদেরকে দর্শনা থানায় হস্তান্তর করা হবে।
আরও পড়ুন:








