শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: একনলা বন্দুক ও তাজা কার্তুজ জব্দ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৫:০২

শেয়ার

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: একনলা বন্দুক ও তাজা কার্তুজ জব্দ
ছবি সংগৃহীত

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মাউন্দে নদী এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দিলে সে তা উপেক্ষা করে বনের ভেতর পালানোর চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যরা আত্মসমর্পণের আহ্বানে দুটি ফাঁকা গুলি ছোড়ে। পালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যাগ ফেলে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও, কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায় সুন্দরবনের নিরাপত্তা ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।##



banner close
banner close