শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

গাইবান্ধায় সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি:

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৪:২৫

শেয়ার

গাইবান্ধায় সিএনজি থেকে ১০ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২
ছবি সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার দুবলাগাড়ী এলাকার মেসার্স দিলারা রিফুয়েলিং অ্যান্ড অটোগ্যাস স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার হন বিকাশ বাঁসফোর (২০) ও আকাশ মিয়া (২০)।

গ্রেফতার হওয়া বিকাশ বাঁসফোর পলাশবাড়ী পৌরসভার কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে এবং আকাশ মিয়া একই উপজেলার হায়দার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পেছনের সিটের নিচে লুকানো একটি পাটের বস্তা থেকে পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।



banner close
banner close