শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১৪:০০

আপডেট: ৩১ জুলাই, ২০২৫ ১৪:০১

শেয়ার

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, ঢাকায় স্থানান্তর
ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাটে এ ঘটনা ঘটে। রাতেই অতুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে যুবদল নেতা অতুল বগুড়া শহরের দলীয় কার্যালয় থেকে সাবগ্রামে নিজ বাড়িতে ফেরার পথে সাবগ্রাম হাটে একটি দোকান থেকে প্রয়োজনীয় ওষুধ কিনতে যায়, এ সময় কয়েকটি মোটরসাইকেলে আসা মুখোশ পড়া ৭/৮ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে অতুলকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। স্থানীয়রা অতুলকে বাঁচাতে এগিয়ে আসলে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে যুবদল।



banner close
banner close