চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান নামে এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনীর একটি বিশেষ দল।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দশমী ব্রীজপাড়া এলাকায় বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। আটক সাইদুর রহমান একই এলাকার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী অস্ত্র উদ্ধারে একটি বিশেষ অভিযান চালায়। এসময় সাইফুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি ও দুইটি টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনা ক্যাম্প আরও জানিয়েছে, অবৈধ অস্ত্র, গুলিসহ
আটক সাইদুর রহমানের বিরুদ্ধে মামলা দিয়ে সকাল ৭টার দিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনা ক্যাম্পের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাছাড়া সব ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়।
আরও পড়ুন:








