শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকাবাসির মানববন্ধন

হরিরামপুর, মানিকগঞ্জ

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ২০:৫৩

শেয়ার

জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এলাকাবাসির মানববন্ধন
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের বাস্তা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও ভাঙচুরের ঘটনায় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. ছালেক হোসেনের শাস্তির দাবিসহ আইনজীবী সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

৩০ জুলাই (বুধবার) বিকেল পাঁচটার দিকে উপজেলার মাচাইন বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী অভিযুক্ত আইনজীবী মো. ছালেক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার আইনজীবী সনদ বাতিলের জোর দাবি করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য বাস্তা গ্রামের বাসিন্দা শেখ শহিদ বলেন, "অ্যাডভোকেট ছালেক হোসেন মামলা দিয়ে মানুষকে শুধু হয়রানি করে। আমি সমিলে চাকরি করি। এক সপ্তাহ আগের ঘটনা। আমি কাজে ছিলাম। সন্ধ্যায় শুনলাম আমাদের বাড়ি হামলা করেছে। বাড়ির সবাইকে কুপাইয়ে রাস্তায় ফালাই রাখছে। আমি এসে আহতদের হাসপাতালে নিয়ে যাই। রাত দশটার সময় আবার শুনি তার লোকজন আমাদের বাড়িতে হামলা করেছে। ৬-৭ টা ঘর কুপাইয়া ভাঙচুর করে সোনাদানা টাকা পয়সা যা ছিল সব লুটপাট কইরা নিয়ে গেছে। এ ঘটনার পরে সে আমাগো হয়রানি করতে আবার আমাগো বিরুদ্ধেই মিথ্যা মামলা করছে। আমরা এর সঠিক বিচার চাই।"

ভুক্তভোগী একই পরিবারের শেখ জয়নালের মেয়ে নাজমা আক্তার বলেন, ছালেকের পরিবার অনেকদিন ধরে জোরপূর্বক আমাদের জমি দখল করে খাইতেছে। সেদিন চকের ভেতর আমাদের ছাগলকে লাঠি দিয়ে মারছে সালেকের ভাই। এ নিয়ে আমার বাবাকে মারার জন্য ধাওয়া করে । দৌড়ে কোনোরকমে এক বাড়িতে পালিয়ে বেঁচে যায় আমার বাবা। তাকে না মারতে পাইরা তারা আমাগো বাড়ি আইসা আক্রমণ করে। নারী পুরুষ সবাইকে মারধর করে। আমরা হসপিটালে ভর্তি হয়েছি। এর মধ্যে রাতে এসে আবারো বাড়িঘর ভাঙচুর করে টাকা পয়সা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। সে আবারও আমাদের নামে মিথ্যা অভিযোগে দিয়ে মামলা করে হয়রানি করতেছে।

একই গ্রামের প্রতিবেশী মৃত ইউসুফ আলীর মেয়ে সাথী আক্তার জানান, ছালেক হোসেন অ্যাডভোকেট হয়েছে বলে সে মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে। বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করতেছে। প্রথমত সে মানুষের নামে মিথ্যা মামলা করে। তারপর সে মানুষের জমিজমা দখল করে। আইনজীবী হয়েছে দেখে নিজের হাতে আইন নিয়ে সে সন্ত্রাসী বাহিনী দিয়ে মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে। এটাই তার কাজ। সে অনেক খারাপ মানুষ। আমার বাবার নামে এই আইনজীবী ছালেক হোসেন ২৫টি মামলা দিয়ে হয়রানি করছে। মামলায় হয়রানির স্বীকার হয়ে আমার বাবা অসুস্থ হয়ে গত এক সপ্তাহ আগে মারা যান। আমরা অসহায় মানুষ। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই আকুল আবেদন, আমরা ছালেক হোসেনের বিচার চাই। সেই সাথে তার আইনজীবীর সনদ বাতিল চাই।"

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আইনজীবী মোঃ সালেক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার আইনজীবীর সনদ বাতিলের জন্য স্লোগান দেন ।

উল্লেখ্য, বিগত এক সপ্তাহ আগে জমিজমা বিরোধের জেরে শেখ শহীদের পরিবারের ওপরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠে আইনজীবী মোঃ ছালেক হোসেনের বিরুদ্ধে । এ ঘটনায় ওই সময় ভুক্তভোগী শেখ শহীদের পরিবারের নারী পুরুষ ছয়জন ও অভিযুক্ত আইনজীবী মো. ছালেেক হোসেনসহ সাত জন আহত হয়।

এ ঘটনায় একদিন পরেই ভুক্তভোগী শেখ শহীদ ও অভিযুক্ত আইনজীবী মোঃ ছালেক হোসেন হরিরামপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।



banner close
banner close