রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

টমটম লাইসেন্স ইস্যুতে টালমাটাল কক্সবাজার পৌরসভা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৬

শেয়ার

টমটম লাইসেন্স ইস্যুতে টালমাটাল কক্সবাজার পৌরসভা
ছবি সংগৃহীত

কক্সবাজার পৌরসভার টমটমের লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়ে শহরে চলছে নানান আলোচনা। জানা যায় পৌরসভা নতুন করে ১৫শ টমটমের লাইসেন্স প্রদান করেছে।পরে এ নিয়ে শুরু হয় প্রতিবাদ। এক পর্যায়ে প্রদান করা লাইসেন্স স্থগিত করে পৌর কর্তপক্ষ।

তবে এ স্থগিত করার বিষয় নিয়ে অনেকেই পোষন করছে সন্দেহ। বিষয়টি নিয়ে সোচ্চার থাকা ছাত্র প্রতিনিধি এস এস সাগর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “পৌরসভা এখনো লাইসেন্স বাতিল করেনি। লাইসেন্স বাতিল করা হয়েছে বলে যে কথা ছড়ানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যা। তিনি লিখেন, “স্থগিত করা আর বাতিল করার মধ্যে তফাৎ আছে, এই তফাৎ এর মাঝখানে পৌরবাসীকে বলদ বানানোর অপচেষ্টা করছে পৌরসভা সিন্ডিকেট”।

তবে পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ গণমাধ্যমকে জানান, লাইসেন্স গুলো বাতিল করে ট্রাফিক বিভাগ কে চিঠি দেয়া হয়েছে। ট্রাফিক বিভাগ এসব আটকাবে বলে জানিয়ে তিনি বলেন, আমার জানা মতে ৪শ লাইসেন্স প্রদাব করা হয়েছিলো, বাকীগুলো হস্তান্তর করা নিষেধ ছিলো,কিন্তু তারা জোর করে বাকী গুলো নিয়ে গেছে।তাই সব লাইসেন্স স্থগিত করে দিলাম।

পৌর প্রশাসকের বক্তব্যে “তারা” জোর করে সব নিয়ে গেছে বলেছে। এই “তারা” কারা এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। অন্যদিকে বাতিলের চিঠি দেয়া হয়েছে উল্লেখ করলেও পরে সব লাইসেন্স স্থগিত করার কথা বলেছেন। যা অস্পষ্টতা তৈরী করে বলে মনে করছে সচেতন মহল।

কক্সবাজার পৌরসভার দেয়া ৩ হাজার টমটমের লাইসেন্স আছে। তবে শহরে চলাচল করে প্রায় ১০ হাজার টমটম। ফলে শহরে যানজটের মতো নাগরিক ভোগান্তি লেগেই থাকে বলে অভিযোগ পৌরবাসীর।



banner close
banner close