নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তার মেয়ের ওপর হামলা, শারীরিক নির্যাতন এবং বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বদলগাছী থানায় মামলা দায়ের করেছে। তবে মামলা দায়েরের পর থেকে তারা নিয়মিত হুমকির মুখে রয়েছেন বলেও অভিযোগ করেছেন।
ভুক্তভোগী রসিদা বেগম (৬১) থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, গত ৯ জুলাই দুপুর ২টার দিকে তার অনুপস্থিতিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী মো. সোহাগ, মো. গোলাপ, শুভ (২০), রিনা বেগম ও সাবিনা ইয়াসমিন দলবদ্ধ হয়ে তার বাড়িতে প্রবেশ করে। তারা বাগানে থাকা পেয়ারা, বাদাম, আমগাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলে, যার ফলে প্রায় ৪১ হাজার টাকার ক্ষতি হয়।
পরে রসিদা বেগম ও তার মেয়ে শাবনাজ (৩৫)-কে বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে ৮ আনার একটি স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা) ও বিদেশগমন ব্যয়ের জন্য রাখা ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বাধা দিলে শাবনাজের পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।
শাবনাজকে আহত অবস্থায় বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রসিদা বেগম নিজেও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রসিদা বেগম অভিযোগ করেন, “আমার ছেলে-মেয়েরা ঢাকায় থাকে, আমি একা বাড়িতে থাকি। বারবার জমি নিয়ে বিরোধের কথা বলে হুমকি দিয়ে আসছিল। দলিল দেখাতে বললে তা না করে একপর্যায়ে হামলা চালায়। এখন মামলার পরও তারা আমাদের হুমকি দিচ্ছে।”
শাবনাজ বলেন, “বিদেশ যাওয়ার জন্য টাকা জমিয়েছিলাম। কিন্তু তারা সেই টাকা লুট করেছে, আমাকে মারধর করেছে, শ্লীলতাহানির চেষ্টা করেছে। মামলা করেও রক্ষা পাচ্ছি না, তারা প্রায়ই বাড়িতে এসে হুমকি দিচ্ছে।”
ভুক্তভোগী রসিদা বেগমের ছেলে হাফিজুল ইসলাম বলেন, “আমরা বাড়িতে থাকি না। এর আগেও মায়ের ওপর হামলা হয়েছিল, স্থানীয়ভাবে মীমাংসা হয়। এবার তারা মারধরের পাশাপাশি টাকা ও স্বর্ণালঙ্কারও লুট করেছে।”
এ বিষয়ে অভিযুক্তদের একজন মো. সোহাগ মুঠোফোনে বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। যা হবার, কোর্টে হবে।”
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পর যদি হুমকির অভিযোগ থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত এই বিরোধ দীর্ঘদিন ধরেই চলে আসছিল। তবে সাম্প্রতিক এই সহিংস ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন:








