রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

বাগাতিপাড়া পৌরসভার নতুন কর বাতিল, প্রশাসনের সিদ্ধান্তে খুশি পৌরবাসী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫ ১১:১৫

শেয়ার

বাগাতিপাড়া পৌরসভার নতুন কর বাতিল, প্রশাসনের সিদ্ধান্তে খুশি পৌরবাসী
ছবি সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া পৌরসভায় নাগরিক সেবার ঘাটতি, অকার্যকর পরিষেবা এবং অযৌক্তিক কর আরোপের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন পৌরবাসী। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর প্রশাসনের টনক নড়ে এবং বৈঠকের মাধ্যমে বাতিল করা হয় নবআরোপিত করসমূহ।গত রোববার (২৭ জুলাই) বিকেলে মালঞ্চি রেলগেট থেকে শুরু হয়ে একটি মিছিল উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ১৮ দফা দাবিসহ একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজনের রাজনের বরাবর প্রেরণ করেন বিক্ষুব্ধ পৌরবাসী। পরে গত মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে পৌরসভার সব সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসে নতুনভাবে আরোপিত সব কর বাতিল করা হয়। পূর্বের নিয়ম অনুযায়ী কর বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয় বৈঠকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন বলেন, “জনগণের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন কোনো কর আরোপ থাকছে না।” পৌরবাসীর কথা বিবেচনায় নিয়ে প্রশাসক যে দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, এতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, নাগরিক দাবির প্রতি এমন আন্তরিক পদক্ষেপ প্রশাসনের প্রতি আস্থা বাড়িয়েছে। স্থানীয়রা আরও জানিয়েছেন, বাগাতিপাড়া পৌর এলাকার প্রায় ২০ হাজার নাগরিক নাগরিক সেবার ঘাটতির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তারা আশা করছেন, কর বাতিলের পাশাপাশি শিগগিরই নাগরিক সেবা উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন।



banner close
banner close