হবিগঞ্জের মাধবপুরে মব সৃষ্টি করে এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি আজিজুর রহমান জয়কে শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে সদ্য স্থগিত উপজেলা বৈষম্যবিরোধী কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিলের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে মাধবপুর পৌরসভা কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আজিজুর রহমান জয় জানান, তিনি করের কপি সংগ্রহের উদ্দেশ্যে পৌরসভায় গেলে তানজিল তার অনুসারীদের সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তাকে মারধর করে ভয়ভীতি দেখানো হয়।
জয় অভিযোগ করেন, এর আগেও তানজিলের ঘনিষ্ঠ সহযোগী সালমান বিন মুক্তাদির তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। সেই সময় বলা হয়, থানায় জিডি কিংবা মামলা করেও কোনো লাভ হবে না।
ঘটনার পর আজিজুর রহমান জয় তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেন, “অনেক মানুষের সামনে আমার ওপর হামলা হয়েছে, যার প্রমাণ পৌরসভার সিসিটিভি ফুটেজে রয়েছে। একজন সাংবাদিক হিসেবে আমি দেশবাসীর কাছে বিচার চাই।”
তিনি আরও অভিযোগ করেন, সিরাজুল ইসলাম তানজিল উপজেলার বিভিন্ন অফিস ও এলাকায় প্রভাব খাটিয়ে নিয়মিত চাঁদাবাজি করে আসছেন। ইউএনও অফিসসহ সরকারি দপ্তরে তার একচ্ছত্র দালালি চলছে। বালুর মহাল ও মদের দোকান থেকে কমিশন আদায় করেন এবং চাঁদা না দিলে সংশ্লিষ্টদের ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে মব তৈরি করে অপমান করা হয়।
জয় আরও জানান, সম্প্রতি তানজিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক সাংবাদিককে ‘চোর’ বলে আখ্যায়িত করে আপত্তিকর মন্তব্য করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলাম তানজিলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং কোনো কল ব্যাকও করেননি।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








