মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৫-এর নিকটবর্তী এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বিষয়টি টের পেয়ে কাজিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে ১৮ জনকেই আটক করে ক্যাম্পে নিয়ে যান।
কাজিপুর বিজিবি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান বলেন, “বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে জোরপূর্বক ১৮ জন বাংলাদেশিকে আমাদের ভূখণ্ডে ঠেলে দেয়। তারা যাতে স্থানীয়দের মধ্যে মিশে যেতে না পারে, সে জন্য দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।”
আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে কেউ আত্মীয়ের খোঁজে, কেউ কাজের সন্ধানে বা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তারা সেখানে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ বা প্রশাসনের হাতে আটক হয়ে বিএসএফের মাধ্যমে সীমান্তে এনে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
আটকদের বাড়ি খুলনা, যশোর, নড়াইল ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, “বিজিবি আটককৃতদের আমাদের কাছে হস্তান্তর করলে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








