রবিবার

২১ ডিসেম্বর, ২০২৫ ৬ পৌষ, ১৪৩২

পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৯

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৮:১১

শেয়ার

পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৯
ছবি বাংলা এডিশন

সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বেলকুচি পৌরসভার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—হাফিজুল ইসলাম (৫০), আব্দুর রহমান (৪৫), আব্দুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০), আরিফ (২৮), রানা (২৯), কোহিনুর বেগম (৪০), হাওয়া খাতুন (৩২) ও শৈশব (২৬)। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি একটি পুকুরে মাছ চাষ করে আসছেন হাফিজুল ইসলাম। পুকুরসংলগ্ন বাড়ির মালিক আব্দুর রহমানের বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোঁটা ব্যবহার করা হয় এবং দুই পক্ষের ৯ জন আহত হন।

আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



banner close
banner close