ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক বিরোধের জেরে বাড়ি দখল করতে গিয়ে নিজ বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেছে এক ছেলে। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধের নাম ধন মিয়া (৭৮)। তিনি ওই গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা।
ভুক্তভোগী ধন মিয়া জানান, তার দুই স্ত্রীর দুইটি সংসার রয়েছে। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে দুই সংসারের ৭ ছেলেকে ৭টি বাড়ি ভাগ করে দিয়েছেন। তিনি নিজে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে বসবাস করছিলেন।
অভিযোগে তিনি বলেন, “প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার বিরুদ্ধে আগেও মামলা ছিল। তাকে আলাদা বাড়ি দেওয়া হলেও সে আমার বর্তমান বাড়ির অর্ধেক দখলে নেয় এবং সোমবার পুরো বাড়ি দখল করতে চায়। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় মসজিদের সামনে আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ে গুরুতর জখম করে।”
ধন মিয়াকে হাসপাতালে ভর্তি করার পর তার ছোট স্ত্রীর ছেলেরা এবং স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, “ধন মিয়ার দু’হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। অস্ত্রের আঘাতে একটি হাত ও একটি পায়ের রগও কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।”
অভিযুক্ত মাসুক মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, “বিষয়টি আমরা জানতে পেরেছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:








