শনিবার

২০ ডিসেম্বর, ২০২৫ ৫ পৌষ, ১৪৩২

টেকনাফে বিপুল অস্ত্র-গ্রেনেডসহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৬:২৫

শেয়ার

টেকনাফে বিপুল অস্ত্র-গ্রেনেডসহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফি গ্রেফতার
ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে গ্রেফতার হয়েছে জেলার শীর্ষ সন্ত্রাসী মো. শফি ওরফে ‘ডাকাত শফি’। সোমবার রাতে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাশের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব।

র‍্যাব-১৫ জানায়, দীর্ঘ এক মাস ধরে গোপনে নজরদারি চালিয়ে আসছিল তারা। অবশেষে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শফির অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। অভিযানকালে শফির সহযোগীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে শফিকে গ্রেফতার করা হয়।

ধৃত শফির দেওয়া তথ্যের ভিত্তিতে তার পাহাড়ি আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে একনলা বন্দুক, ওয়ান শুটার গান, এলজি, তাজা ও খালি রাইফেলের গুলি, শর্টগানের খালি কার্তুজ, গ্রেনেড, ডেটোনেটর, এন্টি পারসোনাল মাইন এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য ‘ক্রিস্টাল মেথ (আইস)’।

র‍্যাব জানায়, শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ভয়ঙ্কর ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারি ও অন্যান্য অপরাধে মোট ২১টি মামলা রয়েছে। সে বাঙালি ও রোহিঙ্গা—দুই সম্প্রদায়ের মাঝেই আতঙ্ক ছড়াত এবং পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

র‍্যাব আরও জানায়, অভিযানে অংশ নেওয়া সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সাহসিকতা প্রদর্শন করেছেন। গ্রেফতারকৃত শফিকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।



banner close
banner close