ছবি: সংগৃহীত
পাবনা জেলার সাঁথিয়া থানার কাশীনাথপুর বাজার এলাকায় খান রাইস এজেন্সি চাউল মিলের প্রপাইটার মো. শামসুর রহমানের কোমরে একটি কালো রঙের খেলনা পিস্তল ঠেকিয়ে সোমবার সন্ধ্যায় রাজীব ও মো. সুজন নামে দুই চাঁদাবাজ টাকা দাবি করে।
এ সময় চাউলের দোকানের মালিক খেলনা পিস্তলটির নল বাম হাত দিয়ে ধরে চাঁদাবাজদের দিকে তাক করে বাজারে থাকা স্থানীয় ব্যবসায়ীদের ডাক দেন। তারা ঘটনাস্থলে এসে দুই চাঁদাবাজকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন:








