পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ১৫ জন জেলে নিয়ে নিখোঁজ রয়েছে। বিষয়টি নিয়ে উপকূলবর্তী এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গত ২৩ জুলাই (বুধবার) ভোরে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতি বাজার এলাকা থেকে ছয়টি ট্রলার একসঙ্গে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাত্রা করে। পরে পাঁচটি ট্রলার নিরাপদে ফিরে এলেও একটি ট্রলার এখনো ফিরে আসেনি। নিখোঁজ ট্রলারটির দৈর্ঘ্য প্রায় ৪৫ ফুট এবং এতে ‘আর্ণি’ নামে জাল টানার একটি যন্ত্র সংযুক্ত ছিল। ট্রলারটির রঙ নীল।
নিখোঁজ ১৫ জেলের নাম: আব্দুর রশিদ, রাজিব, রাহাত, নজরুল, হাসান, সাগর, হারুন, রফিক, সাগর-২, ইদ্রিস, হাসান-২, গিয়াস, হারুন-২, কালাম ও ইব্রাহিম।
তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। কেউ কেউ আশঙ্কা করছেন, ট্রলারটি যান্ত্রিক ত্রুটির কারণে সংকেত হারিয়েছে অথবা ভুল করে পার্শ্ববর্তী দেশের জলসীমায় ঢুকে পড়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও উপকূলীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে, নিখোঁজ ট্রলার ও জেলেদের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্ট মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
নিখোঁজ ট্রলার কিংবা জেলেদের সম্পর্কে কেউ কোনো তথ্য পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে: ০১৫৭৭-২০৪০৬১
আরও পড়ুন:








